খালেদাকে শিরিন আক্তারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

জাসদের কেন্দ্রীয় নেত্রী ও মহিলা সাংসদ শিরিন আক্তার বিএনপি চেয়ারপারসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছেন হরতাল অবরোধের নামে সহিংসতার রাজনীতি বন্ধ না হলে খালেদার কার্যালয় আর কার্যালয় থাকবে না, তা ভেঙ্গে দেয়া হবে। খালেদার কার্যালয়ের সামনে ৮৬ নম্বর সড়কের মাথায় সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে  শ্রমিক, কর্মচারি, পেশাজীবি ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় শাজাহান খান গুলশান থেকে খালেদার কার্যালয় সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেন তাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, বোমা হামলা চালিয়ে শেষ রক্ষা হবে না।

দুপুর ১টা ১০ মিনিটে শ্রমিক, কর্মচারি, পেশাজীবি ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতাকর্মীদের এ বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।