পরবর্তী সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি : দুদু


প্রকাশিত: ০৮:০৩ এএম, ৩০ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকতে পারবেন না। তাকে সরে যেতেই হবে। বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুতে এই সভার আায়োজন করে জিয়া পরিষদ।

দুদু বলেন, আমরা নির্বাচনে অংশ নেব এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যাই বলুক আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, আগামী নির্বাচনে কেউ জনগণের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে।

জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এমএম/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।