খালেদার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা অব্যাহত


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ৫ম দিনের মতো রোববারও খাবার সরবরাহ করতে বাধা দিয়েছে পুলিশ। গুলশানের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রোববার দুপুর ১টা ৩০ মিনিটে কার্যালয়ের ভেতরে ৩০ পেকেট খাবার প্রবেশ করাতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বিএনপির ভ্যাইস চেয়ারম্যান সেলিনা রাহমান বলেন, কার নির্দেশে খাবার সরবরাহ বন্ধ করা হয়েছে। তবে পুলিশ তার এ প্রশ্নের কোন উত্তর দেয়নি। এসময় খাবার সরবরাহে কোন বাধা নেই- সরকারের এমন বক্তব্যকে মিথ্যাচার বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি গুলশান কার্যালয়ে খাবার সরবরাহেত পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করে আসছে বিএনপি।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।