সুষ্ঠু নির্বাচন কমিশন ছাড়া নির্বাচন হবে না : মির্জা আব্বাস


প্রকাশিত: ০৬:২১ এএম, ২৯ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, পাতানো নির্বাচন করতে চাইলে এখনিই বলে দেন, আমরা এসেছি এবং বসেছি তাহলে বাকিটা পরে দেখা যাবে।

শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী জনসভা করার অনুমতি চেয়েছি, আশাকরি অনুমতি পাবো। ৭ নভেম্বর জনসভা হবে বিএনপির স্মরণকালের সেরা জনসভা।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি সরকার বিএনপিকে অনুমতি না দিলেও একই স্থানে আওয়ামী লীগ তাদের সম্মেলন করেছে। যদিও আওয়ামী লীগ তাদের সম্মেলন উপলক্ষে সারা বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করে ঢাকা শহর আলোকিত করেছে।  তবে কেউ কেউ বলেছে এটা আওয়ামী লীগের নয়, এটা পুলিশের সম্মেলন।

নগর বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে। বেশি দিন অধিকার বঞ্চিত করে রাখা যাবে না। কারণ জনগণ তাদের অধিকার আদায় করবেই।

তিনি বলেন, বিএনপি এখানো হাজারগুণ সুসংগঠিত আছে। শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতন বন্ধ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ দেন তাহলেই দেখবেন বিএনপি কতটা সুসংগঠিত আছে।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।