ঠাকুরগাঁওয়ে বিএনপির মিছিলে বাধা, আটক ২২


প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১২টায় ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

এসময় ডিবি পুলিশ জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, সদর থানা বিএপির সভাপতি আনোয়ার হোসেন লালসহ ২২ জনকে আটক করেছে। আটক অন্যদের নাম জানা যায়নি। 

এঘটনার পর শহরে বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। বর্তমানে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।