সম্মেলনস্থলে হকারদের জমজমাট বাণিজ্য


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২২ অক্টোবর ২০১৬

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে জমজমাট বাণিজ্য করছে হকাররা। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এ সম্মেলনে আশপাশের হকারদের বেচাবিক্রি বেড়েছে কয়েকগুণ। হকারদের কারণে সম্মেলনে আসা অতিথিদের প্রয়োজন যেমন মিটছে, অন্যদিকে হকাররাও আয় করে নিচ্ছেন এ থেকে।sonmelon

শনিবার সম্মেলনের প্রথম দিন শাহবাগ থেকে টিএসসির দিকে আসার পথে ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সম্মেলনের আশপাশে পানি বিক্রি করছেন আরিফ। তিনি বলেন, সারাদিন রোদ ছিল। অত্যধিক গরমে পানির চাহিদা ছিল সবচেয়ে বেশি। তাই প্রাণ কোম্পানির পানি বিক্রি করছি, বোতলের গায়ে লেখা দামের চেয়ে একটু দাম বেশি নিচ্ছি। তারপরও চলছে।

দেখা গেছে, আইন-শৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এসব হকারের কাছ থেকে বিভিন্ন জিনিস কিনছেন।

অপরাজেয় বাংলার সামনে ফ্লাক্সে চা-কফি বিক্রি করছেন সুমন মিয়া। তিনি বলেন, প্রতিদিনের চেয়ে আজ বিক্রি বেশি। আগে গড়ে এক থেকে দেড় হাজার টাকা বিক্রি হত। আজ পাঁচ হাজার টাকা বিক্রি হবে বলে আশায় আছি।

sonmelon

উল্লেখ্য, সম্মেলনে ছয় হাজার ৭৫০ জন কাউন্সিলর, ৫০ হাজারের বেশি ডেলিগেট, বিদেশি অতিথি অংশ নিচ্ছেন। এসব অতিথির নিরাপত্তা দিতে ১০ হাজার পুলিশ সদস্য নিয়োজিত।

এমএ/বিএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।