ছাত্রদল নেত্রী নিশিতা আটক
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতাকে আটক করেছ পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের ফটক থেকে তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।
একই সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির পরিবারকেও গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
তিনি আরো বলেন, জনির পরিবারের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
এর আগে খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে জনির বাবা ইয়াকুব আলী, মা মরিয়ম বেগম, স্ত্রী মুন্নি আক্তারসহ পাঁচজন গুলশানে পৌঁছান। সে সময় গুলশান থানা পুলিশ কার্যালয়ের ভেতরে তাদের প্রবেশ করতে দেয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জনির পরিবারের সঙ্গে খালেদার কার্যালয়ে প্রবেশের চেষ্টাকালেই নিশিতাকে আটক করা হয়।
জেইউ/আরএস