সংলাপের দাবিতে গণঅনশনে বসবেন বি. চৌধুরী


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে প্রধান দুই রাজনৈতিক জোটের নেত্রীকে সংলাপে বসার দাবিতে আগামী শনিবার থেকে প্রতীকী গণঅনশনে বসবেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বিকল্পধারা প্রেসিডেন্টের প্রেস সচিব জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িল বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করা হবে।

এর আগে ২৫ জানুয়ারি বি চৌধুরী সংবাদ সম্মেলন করে দেশের চলমান সঙ্কট নিরসনে দুই নেত্রীকে সাত দিনের মধ্যে আলোচনায় বসার আহবান জানান। এ সময়ের মধ্যে তারা আলোচনায় না বসলে সাধারণ মানুষ, ছাত্র-শিক্ষক ও কৃষক- শ্রমিকদের নিয়ে গণঅনশনে বসা হবে বলে ঘোষণা দেন বি চৌধুরী।

প্রতীকী গণঅনশনে বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।