কাপাসিয়া থেকে কাউন্সিলর হলেন সোহেল তাজ


প্রকাশিত: ০৭:০৫ এএম, ২১ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে গাজীপুর কাপাসিয়া থেকে কাউন্সিলর হয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলটির গুরুত্বপূর্ণ কোনো পদ পেতে পারেন এমন গুঞ্জনও রয়েছে রাজনৈতিক মহলে।

এর আগে সোহেল তাজের ঘনিষ্ঠজনেরা জানিয়েছিলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মঞ্চ পরিদর্শন করতে পারেন সোহেল তাজ। শুক্রবার সকালের দিকে তিনি সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারেন।

এ দিকে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন সোহেল তাজ।

উল্লেখ্য, ২০০৯ সালে গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেছিলেন তিনি। ওই বছর ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান সোহেল তাজ। ২০১২ সালে ২৩ এপ্রিল সংসদ সদস্যের পদ থেকেও সরে দাঁড়ান তিনি।

এইউএ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।