৩৯ দিন পর খুলল গুলশান কার্যালয়ের গেইট


প্রকাশিত: ১১:৫৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রধান গেইট ৩৯ দিন পর খোলা হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এলে গুলশান কার্যালয়ের পশ্চিম দিকের গেটটি খোলা হয়।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনকে বহনকারী একটি গাড়ি খালেদা জিয়ার কার্যালয়ে গেলে ওই অফিসের স্টাফরা পশ্চিম দিকের গেটটি খুলে দেন। এ সময় তিনি গাড়িসহ কার্যালয়ের ভেতর প্রবেশ করেন। রবার্ট গিবসনকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দীন ও প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

উল্লেখ্য গত ৩ জানুয়ারি রাত থেকে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর ২৭ জানুয়ারি তার মরদেহ গুলশান কার্যালয়ে আনা হলেও প্রধান গেইটটি খোলা হয়নি।  সে সময় উত্তরদিকের পকেটগেট দিয়ে মরদেহবাহী কফিনটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।