জাতিসংঘের নতুন মহাসচিবকে অভিনন্দন জানিয়ে খালেদার টুইট


প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে স্ট্যাটাস দেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে শনিবার টুইটারের মাধ্যমে জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

Screenshotটুইটে তিনি লিখেছেন, ‘আন্তোনিও গুতেরেসকে আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা প্রত্যাশা করি, সমস্যাসঙ্কুল এই বিশ্বে তিনি সফল হবেন।’

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এদিকে খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে, গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে টুইটারে যুক্ত হন খালেদা জিয়া। গত ৪৭ দিনে খালেদা জিয়ার ফলোয়ার হয়েছেন ১৪ হাজার ৯০০ জন।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।