থাই রাজার মৃত্যুতে খালেদার শোক


প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৩ অক্টোবর ২০১৬

থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজা ভূমিবল আদুলেয়াদেজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রেরিত এক বার্তায় শোক প্রকাশ করেন বেগম জিয়া।

শোক বাণীতে তিনি বলেন, ৭০ বছর সময় ধরে থাইল্যান্ডের সিংহাসনে অধিষ্ঠিত থাকার পর বৃহস্পতিবার পৃথিবীর মায়া ত্যাগ করলেন আদুলেয়াদেজের। তিনি এক সঙ্কটময় মুহূর্তে থাইল্যান্ড রাজত্বের সিংহাসনে আসীন হন।

তিনি বলেন, মাত্র ১৮ বছর বয়সে সিংহাসনে আসীন হয়ে তিনি দক্ষতার সঙ্গে জনকল্যাণমুখী কাজে নিজেকে সম্পৃক্ত করে ব্যাপক উন্নয়ন সাধন করেন। রাষ্ট্রীয় উন্নয়নে তার অবদানের জন্য থাইল্যান্ডবাসী তাকে চিরদিন স্মরণ করবে। আমি তার মৃত্যুতে বাংলাদেশের জনগণ ও আমার দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

বেগম খালেদা জিয়া থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও থাইল্যান্ডবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।