অস্থিরতার জন্য দায়ী সুশীল সমাজ : কামরুল
চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য সুশীল সমাজকে ইন্ধনদাতা হিসেবে অভিহিত করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যারা সেমিনার ও টকশোর মাধ্যমে সাধারণ মানুষকে উপদেশ দিচ্ছেন, তাদের মত পরগাছাকে উপড়ে ফেলতে হবে। এ সময় যারা হরতালের নামে নাশকতা করছে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, `সুশীল সমাজের লোকেরা শুধু উপদেশ দিয়ে থাকেন। এরা সমাজের জন্য ক্যান্সার। এই পরগাছা সুশীল সমাজ নামক ক্যান্সার সমাজ থেকে উপড়ে ফেলতে হবে।
কামরুল ইসলাম বলেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে তারা সন্ত্রাসী, তারা মানুষ নয়। এই সব সন্ত্রাসীদের সঙ্গে কোন সংলাপ নয়, এদের সঙ্গে আলোচনার কোন প্রশ্নই উঠে না। এই সুশীল সমাজের লোকেরা আহত ব্যক্তিদের কোন সাহায্য সহযোগিতা করতে পারেন না। পারেন শুধু ইন্ধন দিতে। এরা মাঝ পথ দিয়ে হাটে। আর সভা-সেমিনার করে উপদেশ দিয়ে বেড়ায়। এদের ইন্ধনেই গাড়িতে বোমা হামলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, যারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে সংলাপের কথা বলছেন তারা ১/১১ এর কুশীলব। এদের সমাজ থেকে উৎপাটন করতে হবে। সংলাপ করতে চাইলে আগে মানুষ হত্যা, বোমা হামলা বন্ধ করতে হবে বলেও জানান তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
এএইচ/এমএস