বিপাকে মমতাজ


প্রকাশিত: ০৩:২৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

নতুন বছরের প্রথম দিন মমতাজের নতুন একক অ্যালবাম `মাঝি` প্রকাশের কথা ছিল। সেই অনুযায়ী তিনি এর কাজও শেষ করেন। এরপর অ্যালবামের পোস্টার এবং অ্যালবাম প্রকাশের দিনক্ষণও চূড়ান্ত হয়। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে অ্যালবাম প্রকাশের দিনক্ষণ পেছানো হয়। পরে জানুয়ারির মাঝামাঝি সময়ে অ্যালবামটি প্রকাশ পাবে বলে জানিয়েছিলেন মমতাজ। কিন্তু এবারও অনির্দিষ্টকালের জন্য অ্যালবাম প্রকাশের তারিখ পিছিয়ে দিতে হলো তাকে।

এ সম্পর্কে মমতাজ বলেন, `রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ ও জাতি উদ্বেগ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের গান শোনার মন-মানসিকতা নেই। তাই অ্যালবামটি প্রকাশ করছি না। দেশের পরিস্থিতি ভালো হলেই `মাঝি` অ্যালবামটি প্রকাশ করব।`

এদিকে, `মাঝি` অ্যালবামটি ৮টি গান দিয়ে সাজানো হয়েছে। এতে ফোক ফিউশন এবং সফট মেলোডিবেজের গান রয়েছে। গানগুলোর কথা লিখেছেন মোহাম্মদ মাহবুব মহসিন, প্রদীপ সাহা, এ মিজান এবং ফয়সাল রাব্বিকীন। সবগুলো গানের সুর ও সঙ্গীত করেছেন রাজেশ ঘোষ। `

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।