বালি প্যাকেজ দ্রুত বাস্তবায়নে তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বালি মিনিষ্ট্রিয়াল মিটিং-এর সিদ্ধান্তসমুহ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জেনেভায় সফররত বাণিজ্যমন্ত্রী ডব্লিউটিও’র ডিজি রোবার্টো আজেভেডোর সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশ সময় শনিবার একথা বলেন।
মন্ত্রী বলেন, চলতি হাই লেভেল মিটিং-এর অর্জন এবং দোহা ডেভোলেপমেন্ট এজেন্ডার ডেভলোপিং ওয়ার্ক প্রোগ্রাম এর বাস্তবায়নের ক্ষেত্রে ডব্লিউটিও’র ডিজি কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলডিসিভুক্ত দেশগুলোকে সার্ভিস সেক্টরে বাণিজ্য সুবিধা প্রদানের বিষয়ে ডব্লিউটিও সদস্যভুক্ত দেশুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয়ে উদ্যোগ অব্যাহত রাখাতে হবে। এছাড়া বালি মিনিষ্ট্রিয়াল মিটিং-এর সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের বিষয়ে নোটিফিকেশন প্রসেস দ্রুত সম্পন্ন করার জন্য ডব্লিউটিও’র জিজিকে মনিটরিং করাতে হবে। ওয়েভার ডিসিশন বাস্তবায়নে উন্নত দেশগুলোর মনোভার এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে আশার সঞ্চার করেছে। নির্ধারিত সময়ের মধ্যে বালি প্যাকেজ বাস্তবায়ন করে এলডিসিভুক্ত দেশগুলোকে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা নিশ্চিত করতে হবে। দোহা রাউন্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যদিয়ে এর সফল সমাপ্তি ঘটাতে হবে।
তোফায়েল আহমেদ এ উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগদানের আমন্ত্রন জানানোর জন্য ডব্লিউটিও’র ডিজিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এলডিসিভুক্ত দেশগুলোকে সার্ভিস সেক্টরে সুবিধা প্রদান নিশ্চিত করা প্রয়োজন। সম্মেলনে অধিকাংশ দেশের আশাব্যাঞ্জক মনোভাবে এলডিসিভুক্ত দেশগুলো খুশি হয়েছে। মন্ত্রী ডব্লিউটিও’র ডিজিকে আশ্বস্থ্য করে বলেন, বাংলাদেশ ডব্লিউটিও মেম্বারশিপ ওয়ার্ক প্রোগ্রাম আগামী জুলাই মাসের মধ্যে চুড়ান্ত করবে।
ডব্লিউটিও’র ডিজি রোবার্টো আজেভেডো বাণিজ্যমন্ত্রীকে আশ্বস্থ করে বলেন, এলডিসি ভুক্ত দেশগুলোর সুবিধা সম্বলিত বালি প্যাকেজের বাস্তবায়নের বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতে বালি প্যাকেজ বাস্তবায়নে আরো বেশি সময় দেয়া হবে। পরে তোফায়েল আহমেদ আনকাড এর সেক্রেটারি জেরনারেলের সঙ্গে বৈঠক করেন। এ সময় সেক্রেটারি জেনারেল বাংলাদেশের উন্নয়ন কর্মতৎপরতার প্রশংসা করেন এবং বাংলাদেশে ঔষধ শিল্পের উন্নয়নে কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এসএ/এএইচ/পিআর