দেশকে বিরোধী দল শূন্য করাই সরকারের মহাপরিকল্পনা


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৪ আগস্ট ২০১৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতালিপ্সু সরকার নিজেদের স্বার্থে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতেও কুণ্ঠিত হয় না। সুতরাং দেশকে বিরোধী দল শূন্য করা এখন তাদের একমাত্র মহাপরিকল্পনা।’

সোমবার গণমাধ্যমে দেওয়া বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আসন্ন আন্দোলনকে দমন করার আগাম পদক্ষেপ হিসেবেই ড. মোশাররফকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্র বিনাশী এই সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিরোধী দল, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাসহ গণতন্ত্রের অন্তর্নিহিত সব উপাদানকেই ধ্বংস করেছে। মানব প্রগতি ও সভ্যতাকে ধ্বংস করা আওয়ামী লীগের ঐতিহ্য। এরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না। এরা দখলবাজ গডফাদারদের পৃষ্ঠপোষক।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার জুলুম নির্যাতন, গুম, অপহরণ, গুপ্ত হত্যার পাশাপাশি বিরোধী দলকে নেতৃত্বশূন্য করতে মিথ্যা মামলা দিয়ে জাতীয় নেতাদের গ্রেফতার ও হয়রানি করা অব্যাহত রেখেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী শিক্ষাবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চতর আদালত থেকে জামিন পাওয়ার পরও সরকার নানা কারসাজি করে তাকে কারারুদ্ধ করে রেখেছে। সরকার হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাকে কারাগারে আটকে রেখেছে।’ তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ড. মোশারফকে কারাগারে আটকে রাখার এহেন সরকারি ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, ‘এ কারণেই হত্যা, গুম, অপহরণ, ক্রসফায়ার, এনকাউন্টার এবং বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাসহ নির্যাতনের এক মধ্যযুগীয় অন্ধকার নামিয়ে আনা হয়েছে সারা দেশে। বিরোধীদলীয় নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি, গ্রেফতার বাণিজ্য এই সরকারের পুলিশ বাহিনীর এখন নিত্যদিনের কাজ। বিরোধী দলকে বর্বরোচিত আক্রমণে নিষ্ঠুরভাবে দমন করার মধ্য দিয়ে সরকার মনে হয় অপার আনন্দ লাভ করে। তাই কথায় কাথায় বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে আটকে রাখাটা এই সরকারের রেওয়াজে পরিণত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বর্বরোচিত পরিকল্পনা দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। এরা অবৈধভাবে টিকে থাকতে পারবে না। অবৈধ সরকারের সকল কর্মকাণ্ডই অবৈধ। অবৈধ পন্থা অবলম্বন করে জনগণকে শৃঙ্খলে বন্দি করে রাখা যাবে না। শিকল ভাঙ্গা পণ নিয়েই জনগণ এই অবৈধ সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।