আ.লীগ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী : নাসিম


প্রকাশিত: ০২:১২ পিএম, ০২ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ২০১৯ সালে আবার ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার বিকেলে জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ১৪ দলের ডাকা সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী জনসভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালে নির্বাচনে না এসে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। তাদের এই ভুলের মাশুল গুণতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি এ সরকারের প্রতি সামনের নির্বাচনে সমর্থন চান।

১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীর  সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম দুদু, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ।
 
রাশেদুজ্জামান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।