প্রতিটি হত্যার বিচার করা হবে : ছাত্রদল


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

৫ই জানুয়ারীর পর থেকে ক্ষমতায় থাকা অবৈধ সরকারের হাতে এ পর্যন্ত ছাত্রদলেরর প্রায় অর্ধশত নেতা-কর্মী নিহত হয়েছে। এ স্বৈরাচারী সরকারের হাতে খুন হওয়া ছাত্রদল নেতাদের হত্যার বিচার করা হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ কথা জানান।

মঙ্গলবার রাতে ছাত্রদলের দফতর সম্পাদক মো: আবদুস সাত্তার পাটওয়ারী প্রেরিত এক বিবৃতিতে তারা এ কথা বলেন। যশোরের ছাত্রদল নেতা মো. ইউসুফ ও মো. লিটনকে পুলিশ কর্তৃক নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের নেতারা এ বিবৃতি দেন।

বিবৃতিতে তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে যখন থেকে ছাত্রদল সাধারন মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে নেমেছে তখন থেকেই অবৈধ সরকার তার পেটোয়া বাহিনীকে দিয়ে অত্যন্ত নির্মম ও নৃশংসভাবে ছাত্রদল নেতা-কর্মীদেরকে হত্যার মিশনে নেমেছে।

নেতৃদ্বয় বলেন, স্বাধীনতার বহু বছর পর যেমন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তেমনিভাবে বর্তমানে ঘটা প্রতিটি নির্মম হত্যাকান্ডেরও বিচারের ব্যবস্থা করা হবে। আর এসব হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। খুব শীঘ্রই অবৈধ সরকারের পতন ঘটিয়ে ছাত্রদলের সকল শহীদদের মৃত্যুর সঠিক বিচার করা হবে।

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।