হান্নান শাহের জানাজা হবে সাত জায়গায়


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের মরদেহ বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশে আনা হবে। দেশে আনার পর ছয়টি জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সিঙ্গাপুরে তার প্রথম নামাজে জানাজা স্থানীয় সময় বাদ এশা অনুষ্ঠিত হবে।

হান্নান শাহের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মরদেহ দেশে আনার পর বৃহস্পতিবার সকাল ১০টায় ডিওএইচএস মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে, বাদ জোহর নয়াপল্টন দলীয় কার্যালয় অনুষ্ঠিত হবে।

পরদিন শুক্রবার সকাল ৯টায় গাজীপুর সদর রাজবাড়ির মাঠে, সাড়ে ১০টায় কাপাসিয়া সদর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, বাদ জুমা ঘাগোটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

এদিনে হান্নান শাহের মৃত্যুতে ডিওএইচএস’র বাসায় শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীদের কান্নায় ভারি হয়ে উঠেছে ৫ নাম্বার বাসার বাড়িটি।

উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে সিঙ্গাপুরের র‌্যাফেল হার্ট সেন্টার নামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ইন্তেকাল করেন।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।