হর্ন ও বাঁশি বাজিয়ে প্রতিবাদ ৫ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চলমান সহিংসতা বন্ধ না হলে ৫ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহনে হর্ন বাজিয়ে প্রতিবাদ করা হবে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষ দাঁড়িয়ে অবস্থান নেবে। দুপুর ১টা ১মিনিটে সব ধরনের যানবাহনে হর্ন বাজিয়ে প্রতিবাদ করা হবে। একইসঙ্গে ওইদিন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বাঁশি বাজাবেন।

এ সময় মন্ত্রী আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বিএমএ অডিটোরিয়ামে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের কনভেনশনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।


এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।