প্রস্তুতি ম্যাচ নিয়ে চিন্তিত টাইগার শিবির


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশের ক্রিকেটারদের ভাবনার একটা বড় অংশ জুড়েই এখন আছে দুটি প্রস্তুতি ম্যাচ। আর ক্লার্কের ব্যাটিং পারফর্মেন্সের সুবাদে সেই ভাবনাটা বেশ ভালভাবেই গেঁথে গেছে মন-মগজে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত একাদশের হয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন মাইকেল ক্লার্ক।

এর আগেই শনিবার সিডনি গ্রেড ক্রিকেটে ওয়েস্টার্ন সাবার্বের হয়ে ফিরেই একটা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। প্রথমে ব্যাট করে এক ছক্কা আর এক চারের সমন্বয়ে আউট হওয়ার আগে তিনি করেছেন ৫১ রান।

মাইকেল ক্লার্কের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ডেডলাইন বেঁধে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে কাকতালীয়ভাবে এর আগেই বাংলাদেশের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। প্রত্যাবর্তন নিয়ে স্বাভাবিকভাবে সন্তুষ্ট ক্লার্ক। এ সম্পর্কে তিনি  বলেন,এখন পর্যন্ত ভালই মনে হচ্ছে। ফিরে এসে আবারও খেলতে পেরে ভাল লাগছে।

মাইকেল ক্লার্কের জন্য যেটা আনন্দের কারণ,সেটাই আবার ব্রিসবেনে অবস্থানরত বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারতো। একদিনের ছুটি কাটিয়ে গতকাল থেকে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ওভালে শুরু হয়েছে বাংলাদেশের দ্বিতীয় পর্বের অনুশীলন। আর সেটার পুরোটাই ম্যাচ কেন্দ্রিক। সেই ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে আগামী তিন ও পাঁচ ফেব্রুয়ারি। এরপরই আইসিসির অধীনে অনুশীলন শুরু করার ভেতর দিয়ে শুরু হবে বাংলাদেশের আসল বিশ্বকাপ মিশন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।