এসএসসি পরীক্ষায় হরতাল দিলে প্রতিরোধ : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিয়ে অমানবিক কর্মকাণ্ড চানানো হলে পুলিশের সঙ্গে জনগণ তাদের প্রতিরোধ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে পুরস্কার বিতরণ (আইজি’জ ব্যাজ, শীল্ড প্যারেড, অস্ত্র/মাদক উদ্ধার প্রভৃতি) অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০ দলীয় জোট যে সকল সহিংস কর্মকাণ্ড করছে তা অমানবিক। ইজতেমার সময়ও তারা তাদের কর্মসূচিতে কোন প্রকার ছাড় দেয়নি। ইজতেমা চলাকালীন সময়ে তারা নাশকতা অব্যাহত রেখেছে। এসএসসি পরীক্ষার সময়ও যদি তারা নাশকতা অব্যাহত রাখে তবে পুলিশের সঙ্গে জনগণও তাদের প্রতিরোধ করবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা ২৪ ঘন্টা কাজ করছে। অবশ্যই তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেন, সারাদেশে এখন অন্য রকম পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেও আস্থা ছিল পুলিশ সপ্তাহ আয়োজন করলে দেশের পরিস্থিতির কোন ধরনের অবনতি হবে না। এ কয়দিন সবকিছুই নিয়ন্ত্রণে ছিল।
তিনি আরো বলেন, কে ১ম, ২য় অথবা ৩য় পদক পেল এটা বড় ব্যাপার নয়। দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই ছিল মূল ব্যাপার। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি চাইবো আপনারা সবাই নিজ কর্মস্থলে চলে যাবেন। দেশের এমন পরিস্থিতিতে কর্মস্থল ছেড়ে এখানে থাকা ঠিক হবে না।
এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) মোখলেছুর রহমান, র্যাবের ডিজি বেনজীর আহমেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
# পুলিশের ২০ হাজার এসআই পদোন্নতি পাচ্ছেন
জেইউ/আরএস