দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো
অল্পের ওপর দিয়েই পার পেয়ে গেলেন রোনালদো। করদোভার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে।
নিয়মানুসারে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা। পরে স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয় ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার। তবে ম্যাচ রেফারির রিপোর্ট পর্যালোচনা করে কাল তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে।
এর আগে শনিবার লা লিগায় করদোভার বিরুদ্ধে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ৮৩ মিনিটে গোল না পাওয়ার হতাশায় করদোভার ডিফেন্ডার এদিমারকে লাথি ও ঘুষি মেরেছিলেন রোনালদো। রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
ম্যাচ শেষে অবশ্য অনুতপ্ত হয়েছেন রোনালদো। নিজেই টুইটারে লিখেছেন,আমি সবার কাছে ক্ষমা চাইছি,বিশেষ করে এদিমারের কাছে। এদিমার অবশ্য রোনালদোর পক্ষেই কথা বলেছেন। স্প্যানিশ পত্রিকা এএসকে দেয়া এক সাক্ষাৎকারে করদোভার ডিফেন্ডার বলেন,আমি রোনালদোকে ক্ষমা করে দিয়েছি।
এমআর/এমএস