আদালতে যাচ্ছেন না খালেদা


প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়া।

তার পক্ষের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার রাতে জানান, `প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো হঠাৎ মারা যাওয়ায় মা হিসেবে খালেদা জিয়া শোকে মু‏হ্যমান। তিনি বর্তমানে ভীষণ অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শে রয়েছেন। এই শোক কাটিয়ে উঠতে অনেক সময়ের প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও নিরাপত্তাসহ অন্যান্য কারণ দেখিয়ে এক মাসের সময় চেয়ে আবেদন প্রস্তুত করা হয়েছে। আশা করি আদালত মানবিক বিষয়টি বিবেচনা করে আমাদের সময় দেবেন। বৃহস্পতিবার আদালতে আবেদনটি উপস্থাপন করা হবে।`   

 

গত ১৫ জানুয়ারি ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন। ওইদিন খালেদা জিয়ার অনুপস্থিতে সাক্ষ্যগ্রহণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।