খুন, গুম ও অজ্ঞাত লাশের সংখ্যা বাড়ছে : রিজভী
সরকার জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বের কথা বললেও প্রতিদিন দেশে খুন, গুম ও অজ্ঞাত লাশের সংখ্যা বাড়ছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দলীয় মন্ত্রীরা ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
শনিবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আপনাদের এই ক্ষমতা কে দিয়েছে? আপনারা তো অনির্বাচিত প্রতিনিধি। জনগণের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। জোর করে ক্ষমতায় এসেছেন।
তিনি বলেন, শুধু ঈদের সময় যাতায়াতের নিষ্ঠুর পরিণতির ভোগের কারণে শতাধিক মানুষ জীবন দিয়েছেন। কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় কথা স্মরণ করে তিনি দাবি করেন, সড়কে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সরকারের ক্যাডার বাহিনীরা শুধু হত্যা, খুন ও গুম করেই ক্ষান্ত হয়নি তারা টিকিট কালোবাজারি নিয়ে নাটোরের লালপুরে মানুষও হত্যা করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রদিবাদ জানান।
তিনি আরও বলেন, সরকারের ওপর জনগণের আস্থা নেই। আজকে সারাদশে যানজট-দুর্ঘটনা নিয়ে মানুষের মনে ক্ষোভ কাজ করছে। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
রিজভী আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটি হলে দেশে শান্তি ও ভোটের অধিকার ফিরে আসবে।