গাজার বিষয়ে শেখ হাসিনা নিশ্চুপ : ব্যারিস্টার রফিক


প্রকাশিত: ০৭:১১ এএম, ০২ আগস্ট ২০১৪

শেখ হাসিনা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিলেও গাজা হামলার বিষয়ে তাঁর প্রতিবাদী কণ্ঠ নীরব ও নিশ্চুপ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গাজায় ফিলিস্তিনীদের উপর হামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমন কোনো জোরালো ভূমিকা রাখতে পারেননি। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিলেও গাজা হামলার বিষয়ে তার প্রতিবাদী কণ্ঠ নীরব ও নিশ্চুপ।

ব্যারিস্টার রফিক বলেন, সরকারের উচিত ছিল দেশের সব পেশাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো। প্রধানমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিলে দেশের জনগণ অংশ নিত। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।

বিএনপির এই প্রবীণ আইনজীবী ওআইসি, জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দ ও বিশ্ব বিবেকের কাছে আহবান জানিয়ে বলেন, অবিলম্বে গাজায় অন্যায় হামলা বন্ধের কার্যকর ভূমিকা রাখতে উদ্যোগ গ্রহণ করুন।

এ সময় সব মানবাধিকার সংস্থাকে ঐক্যবদ্ধ হয়ে এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।