খালেদার দেখা পাননি বিজিএমইএ`র নেতারা


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

সন্তানহারা মাকে সহবেদনা জানাতে গুলশানে কার্যালয়ে প্রবেশের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ পাননি বিজিএমইএ`র নেতারা। সোমবার রাত ৮টায় গুলশান কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তারা।

গুলশান অফিসের একটি সূত্র জানায়, বিজাএমইএ`র সভাপতি আতিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল গুলশন কার্যালয়ে প্রবেশ করে শোক বইয়ে স্বাক্ষর করেন। এসময় বিএনপির উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে তার কার্যালয় ত্যাগ করেন।

প্রসঙ্গত, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ শোনার পর থেকে বেগম খালেদা জিয়াকে ঘুমের ইনজেকশন দেয়া হয়েছ। এর পর থেকে বেশিরভাগ সময় তিনি ঘুমিয়েই সময় কাটাচ্ছেন বলে সূত্র জানিয়েছে।

-এমএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।