জিয়ার বীর উত্তম খেতাবও প্রত্যাহার করা উচিত : খাদ্যমন্ত্রী


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৯ আগস্ট ২০১৬

জিয়াউর রহমানের শুধু স্বাধীনতা খেতাব নয় মুক্তিযোদ্ধার বীর উত্তম খেতাব প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সোমবার ঢাকা আইনজীবী সমিতির হল রুমে ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কামরুল ইসলাম বলেন, জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তিনি মারা যাওয়ায় হত্যা মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের চূড়ান্ত টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আর তারা সে মিশন নিয়ে কাজ করছেন। তাদের এ মিশন কখনো বাস্তবায়ন হবে না। দেশ থেকে জঙ্গির ঝুটাও মুছেফেলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান মানিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সাহারা খাতুন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ রেজাউর রহমান, সুরুজ্জামান, আফছার উদ্দিন আহমদ খান, কাজী মোহাম্মদ নজিবউল্লাহ হিরু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সদস্য ফাতেমা তুজ জহুরাসহ প্রমুখ।

জেএ/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।