বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে পারে যুক্তরাষ্ট্র : রওশন এরশাদ


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৯ আগস্ট ২০১৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্র এ দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উন্নয়নে অন্যতম অংশীদার হতে পারে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আর নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোমবার বিকেলে মার্কিন দূতাবাসের উদ্যোগে রাজধানীর অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস (ইএমকে সেন্টার) মিলনায়তনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অধিকাংশ শ্রমিক নারী, আর এ শিল্পে যুক্তরাষ্ট্র সকল প্রকার সুবিধা বৃদ্ধি করে নারীকে আরো সাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের বাজারে জেএসপি সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে বলেন, এ ব্যাপারে মার্কিন সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

বৈঠকে সংসদ সদস্য ফখরুল ইমাম, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।