আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে : ফখরুল


প্রকাশিত: ০৯:৫২ এএম, ৩১ জুলাই ২০১৪

অতীতের আন্দোলনে কিছুটা ব্যর্থতা থাকলেও এবারের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিতে চায় কিন্তু ক্ষমতাসীন আওয়ামী সরকার সংলাপের পথ বন্ধ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সংলাপের মাধ্যমে সমঝোতা হলে ভালো হয় অন্যথায় আন্দোলনের বিকল্প কোনো পথ নেই। আন্দোলনের মাধমেই দাবি আদায় করা হবে। অতীত আন্দোলনের ব্যর্থতা স্বীকার করে ফখরুল বলেন, এবার তীব্র আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।

ফখরুল আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলে সরকার পতনের কর্মসূচি দিবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী দিনের আন্দোলনকে ঘিরে এবার ঢাকা মহানগরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।