বিএনপির আন্দোলন সহিংস হলে সরকার সমুচিত জবাব দেবে


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ৩১ জুলাই ২০১৪

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের পর বিএনপি যদি সহিংস আন্দোলন করে, জ্বালাও-পোড়াও, বোমা মারার আন্দোলন করে তাহলে সরকার সমুচিত জবাব দেবে। আর তাদের আন্দোলন অহিংস হলে সরকারও অহিংস আচরণ করবে।

চট্টগ্রামে নির্মাণাধীন অক্সিজেন-হাটহাজারী সড়ক পরিদর্শনে এসে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছে যোগাযোগমন্ত্রী এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আগামী রমজানের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীতকরণের কাজ শেষ হবে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, বৃষ্টির কারণে চার লেইনের কাজে কিছুটা সমস্যা হয়েছে। তবে আগামী ঈদের আগে কাজ পুরোপুরি শেষ হবে। একইসাথে অক্সিজেন-হাটহাজারী সড়কের কাজ চলতি অর্থবছরের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি।

এবারের ঈদযাত্রায় সরকারের গৃহীত ব্যবস্থা নিয়ে যোগাযোগমন্ত্রী সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুরোপুরি সন্তুষ্ট নয়। তবে গত ১০ থেকে ১৫ বছরের মধ্যে এবারই মানুষ তুলনামূলক স্বস্তিতে বাড়ি যেতে পেরেছে। আশা করি একইভাবে ফিরেও আসতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।