বিশ্বসেরা লিগ লা লিগা


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২২ জানুয়ারি ২০১৫

সারা বিশ্বের ঘরোয়া ফুটবল লিগগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে স্প্যানিশ লা লিগা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস এই স্বীকৃতি দিয়েছে।

আইএফএফএইচএসের  রাঙ্কিং অনুযায়ী ১ হাজার ২৫৯ পয়েন্ট নিয়ে লা লিগা ২০১৪ সালের সেরা লিগ হয়েছে নির্বাচিত হয়েছে।

৯৯৮ পয়েন্ট নিয়ে ইতালির সেরি আ হয় দ্বিতীয় সেরা লিগ। তৃতীয় হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ পেয়েছে ৯৫৮ পয়েন্ট। ৯৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে আর্জেন্টিনার লিগ। আর ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানির ঘরোয়া লীগ বুন্দেসলিগা ৯১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ৮৯৩ ও ৮৭১ পয়েন্ট নিয়ে এরপর আছে যথাক্রমে ব্রাজিল আর ফ্রেঞ্চ লিগ।

এ নিয়ে টানা পাঁচবার বিশ্বের সেরা লীগের মর্যাদা পেল লা লিগা। এবার রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের ভালো ফলের কারনেই লা লিগা সেরার মর্যাদা পেল। আর ৯৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঘরোয়া লিগের অবস্থান ১২৮তম।

এমআর  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।