জিয়া কোনো মুক্তিযোদ্ধা নন : আমু


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২০ আগস্ট ২০১৬

জিয়াউর রহমান কোনো মুক্তিযোদ্ধা নন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এ আলোচনার আয়োজন করে।

জিয়া কোনো মুক্তিযোদ্ধা নন মন্তব্য করে আমু বলেন, ‘তিনি যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হতেন তাহলে কেন সেদিন মুক্তিযুদ্ধের বিরোধীদের পুনবার্সন করলেন? আর কেনই বা তাদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দেশের বড় বড় পদে আসীনের ব্যবস্থা করলেন। এতে কি স্পষ্ট নয় যে, তিনি স্বাধীনতার বিরোধীদের দলে?’

শিল্পমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা ২০০৪ সালে গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে কলঙ্কের ইতিহাস রচনা করতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। তাদের সে ষড়যন্ত্র ধুলিস্যাৎ হয়ে গেছে। তবে এখনো স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।’

আমু বলেন, ‘যে গ্রেনেড হামলা করে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনারকে হত্যার চেষ্টা করা হয়, সিলেটের মেয়রকে হত্যা করা হয়, আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়, সেই একই গ্রেনেড সেদিন বিস্ফোরিত হয়। এ ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়, কারা সেদিন এই হামলা করেছিল। সেদিন হাওয়া ভবন থেকে তারেক রহমান গ্রেনেড হামলা পরিচালনা করেন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশের অর্থনীতি চাঙা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আগে যারা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আজও তারাই ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। যাতে কেউ যেন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।’

সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

এএসএস/বিএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।