অসত্য বলে ক্ষমা পাবেন না : ফখরুলকে নাসিম


প্রকাশিত: ০৮:২৪ এএম, ২০ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগই দায়ী- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এই ধরনের অসত্য কথা বলে আপনারা জনগণের কাছে ক্ষমা পাবেন না।’

শনিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘তার দল দীর্ঘ দিন ক্ষমতায় থাকা কালে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়। খুনি মোশতাকের ‘ইনডেমিনিটি’ ধারণ করেছিলেন জিয়া, এরশাদ ও বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার আমলে ’৯৬ সালে বিচারের কাজ লোয়ার কোর্টে শেষ হয়েছিল। আপিল যখন উচ্চ আদালতে গেল তখন ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘১৪ দল মনে করে ২১শে আগস্ট হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। দীর্ঘ দিন ধরে বিচার চলছে। আমরা আইনমন্ত্রী ও বিচারকার্যে সংশ্লিটদের আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে বিচারের কাজ শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।’

২১শে আগস্ট হামলায় নিহতদের প্রতি রোববার বিকেলে কেন্দ্রীয় ১৪ দল শ্রদ্ধা জানাবে বলেও জানান জোটের এই মুখপাত্র।

কেন্দ্রীয় ১৪ দলের সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর মানিকগঞ্জ, ২৩ সেপ্টেম্বর গাইবান্ধা, ২৪ সেপ্টেম্বর জয়পুরহাট ও ২৫ সেপ্টেম্বর নওগাঁয় সমাবেশ করার ঘোষণা দেন মোহাম্মদ নাসিম।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

এইউএ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।