মানুষ পুড়লেও খালেদার দুঃখ নেই : সাহারা খাতুন


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন বলেছেন, বিএনপি-জামায়াতের পেট্রোলবোমায় নারী, শিশু,  বৃদ্ধ সবাই পুড়ে মরছে। অথচ এ নিয়ে খালেদা জিয়াকে কোনো দুঃখ প্রকাশ করতে দেখা যায় না। বুধবার রাজধানীর পাবলিক লাইব্রেরির সুফিয়া কামাল হলে ‘বাংলাদেশ নাগরিক সেবা’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাহারা খাতুন।

‘শান্তি  প্রতিষ্ঠায় হরতাল ও অস্ত্রের মহড়া নয়,  মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে আলোকিত বাংলাদেশ গড়তে দেশবাসীর ঐক্যবদ্ধ ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব  করেন সংগঠনের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন দাস।

সাহারা খাতুন বলেন,  গত ৫ জানুয়ারির পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে জঙ্গিবাদী খেলা শুরু হয়েছে। তার লোকজন প্রধান বিচারপতির গেটে তালা লাগিয়ে দিচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে। এজন্য জ্বালাও-পোড়াওকারীদের কঠোরভাবে দমন করার  আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সম্রাট, সহ-সভাপতি ফিরোজ আলম সুমন, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময় প্রমুখ।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।