খালেদার স্বভাব বদলায়নি : হানিফ


প্রকাশিত: ০৮:১০ এএম, ১৫ আগস্ট ২০১৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মানবিক কারণে বা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নয়, দলের পলাতক নেতাকর্মীরা আসতে পারবে না তাই খালেদা জিয়া ১৫ আগস্ট মিথ্যা জন্মদিনে কেক না কাটার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার স্বভাব বদলায়নি উল্লেখ করে তিনি বলেন, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, তেমনি স্বভাবেরও দ্রুত পরিবর্তন হয় না। বঙ্গবন্ধুকে খাটো করতে পাকিস্তানের নির্দেশে খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করতেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. আবদুস সালাম।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী, শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী। হানিফ বলেন, বঙ্গবন্ধু এমন ব্যক্তি ছিলেন যিনি ছাত্রজীবন থেকে অধিকার আদায়ের আন্দোলন করেছেন। শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে তাকে ১৪ বছর কারাগারে থাকতে হয়েছিল। তিনি অধিকার আদায়ে কথা বলতেন এটাই ছিল তার দোষ।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে ’৭৫-এর পর ভুল ব্যখ্যা করা হতো। অথচ ইসলামের জন্য যা করেছেন শেখ মুজিবুর রহমানই করেছেন। ২১ বছর পর ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বাদবাকি কাজ করছেন।

এদেশের চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, এটা ছিল আন্তর্জাতিক চক্রান্ত। মহান মুক্তিযুদ্ধের সময় যারা পরাজিত হয়েছিল তারাই এ কাজ করেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো বলে মন্তব্য করেন মাহবুব-উল আলম হানিফ।

এমএম/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।