ফেনীতে ২টি মালবাহী ট্রাকে আগুন : ২০টি গাড়ি ভাঙচুর


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিসিক ও রামপুর এলাকায় দুটি মালবাহী ট্রাকে আগুন ও ২০টি গাড়িতে ভাঙচুর করেছে অবরোধকারীরা।

সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অবরোধকারীরা সড়কে বিশেষ ভাবে তৈরি এক ধরনের কাঁটা এঙ্গেল রাস্তায় ফেলে রেখে গাড়ির গতিরোধ করে। গাড়িগুলো থেমে গেলে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আবরোধ কারীরা সড়কের যাত্রীবাহী বাসসহ আরো ২০টি গাড়ি ভাঙচুর করেছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের এস,এস,কে সড়কের ফায়ার সার্ভিস এলাকায় কয়েকটি টমটম ও সিএনজি চালিত অটোরিক্সায় আগুন দেয় আবরোধ কারীরা। এসময় ৭/৮টি ককটেল বিস্ফোরিত হয়।

-এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।