দেশে এক ব্যক্তির শাসন চলছে : রফিকুল


প্রকাশিত: ১০:০১ এএম, ২৯ জুন ২০১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশে এখন এক দল নয়, এক ব্যাক্তির শাসন চলছে। ক্ষমতাসীন দল সংলাপ চায় না। তারা জানে সংলাপ হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই যেনতেন ভাবে ক্ষমতায় থাকতে চায়।রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো বলেই আজ শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, জনগণের সাথে থাকুন। কোনো ব্যক্তি বা গোষ্ঠির সাথে থাকবেন না।

সংলাপ প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ক্ষমতাসীন দল সংলাপ চায় না। তারা জানে সংলাপ হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই যেনতেন ভাবে ক্ষমতায় থাকতে চায়। তিনি বলেন, দেশে এখন এক দল নয়, এক ব্যক্তির শাসন চলছে। আওয়ামী সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠ হয়নি। ভবিষ্যতেও হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলেও জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সকলের অংশ গ্রহণে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন দেয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর এতেই প্রমাণ করে ৫ জানুয়ারির নির্বাচন দেশ ও বিদেশে কারো কাছেই গ্রহণযোগ্যতা পায়নি।
সংগঠনের সভাপতি সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা শামসুজ্জামান দুদু, ঢাকা মাহনগর বিএনপির যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী প্রমুখ।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও ড. খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, নাসির উদ্দিন পিন্টুসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।