ফজলুর রহমান পটল আর নেই


প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১১ আগস্ট ২০১৬
ফাইল ছবি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান পটল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৯টায় কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফজলুর রহমান পটল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ পাপ্পু মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বৈচিত্র রাজনৈতিক জীবনের অধিকারী পটল লালপুর-গুরুদাসপুর থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও পরে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এই ছাত্রনেতা।

স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেয়া পটল বিএনপির বিভিন্ন পর্যায়ে নেত্রীর আস্থাভাজন নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

রেজাউল করিম রেজা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।