জানমাল রক্ষায় প্রস্তুত থাকতে হবে : ভূমিমন্ত্রী


প্রকাশিত: ১১:২৫ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, রাজাকার, আলবদর, আলশামস্ গোত্রীয় অমানুষদের শায়েস্তা করার জন্য এবং এদেশের জনগণের জানমাল রক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।

রোববার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডার কৈকুণ্ডা ও গাছিপাড়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, গণতন্ত্র নস্যাৎ করতে দুষ্কৃতকারীরা রাস্তায় রাস্তায় অরাজকতা সৃষ্টি করছে, গাড়িতে পেট্রোল বোমা ও আগুন ধরিয়ে নিরপরাধ নিরীহ মানুষদের হত্যা করছে। তাদের অত্যাচারে আজ কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারছে না, খামারীরা দুধ বাজারে নিতে পারছে না, কোমলমতি শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে যেতে পারছে না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তা কখনও কাম্য হতে পারে না। সন্ত্রাস ও নৈরাজ্যকে গণতান্ত্রিক এ সরকার কখনও প্রশ্রয় দেয়নি, কখনও দিবে না।

ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী রুমেল হায়দার ও ঈশ্বরদী এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী মোক্তার হোসেন বক্তৃতা করেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।