জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ১১:০৪ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এবার প্রথম মেধা তালিকায় ১ লাখ ৯৯ হাজার ১৭০ জনকে আসন বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া আসন শূণ্য থাকা সাপেক্ষে পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা ও এরপর রিলিজ স্লিপ প্রকাশ করা হবে। এ সময় বিভিন্ন বিষয়ে মোট ২ লাখ ৬৯ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) এবং যেকোনো মোবাইল ফোন থেকে  NU স্পেস AT স্পেস রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

-আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।