বিজিবি প্রধানের বক্তব্যে জনগণের সমর্থন রয়েছে : সুরঞ্জিত


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

বিজিবি প্রধানের বক্তব্যে দেশের জনগণের সমর্থন রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, মানুষের প্রাণ রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য। এজন্য তারা গুলি করতে পারে।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আপনি যতই কূটনীতিকদের নিয়ে বসেন, লাভ নেই। বিশ্বের কোনো দেশই সন্ত্রাস ও নাশকতাকারীদের সঙ্গে নেই। আপনার সঙ্গেও নেই।

তিনি বলেন, পুরো দেশবাসীর সঙ্গে আমরাও উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। দেশে বেশীদিন এই নাশকতা চলতে দেওয়া যায় না। এ সপ্তাহের মধ্যে এই আন্দোলন থেমে যাবে। এদের সঙ্গে আর কোনো সংলাপও হবে না। সুরঞ্জিত বলেন, নাশকতা ও সহিংসতাকারীদের সঙ্গে কোনোদিন সংলাপ করবে না আওয়ামী লীগ। কোন এ্যাডভাইজার (উপদেষ্টা) যেন আলোচনার কথা বলেছে। হানিফ বলছে, আপনি কেডা। ঠিকই কইছে। আসলে এরা যে কখন কোনদিকে থাকে, বলা যায় না।

সুরঞ্জিত সেনগুপ্ত খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আমেরিকা থেকে সবচেয়ে নিরপেক্ষ বিচারক নিয়ে এলেও এতিমদের টাকা মেরে খাওয়ার মামলা থেকে আপনি রেহাই পাবেন না। নির্বাচনে অযোগ্য হলে তো আর বিএনপির মালিকানাই থাকবে না।

বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার জোট প্রসঙ্গে তিনি বলেন, গোলমাল হুদা ২৫ দলীয় জোট বানাইছে। সেও আপনার উপরে। এরকম তামাশা আরও হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের একাংশের পলিটব্যুরো সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।