৩ সেপ্টেম্বর খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়ে ৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। একই সঙ্গে ওই দিন খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন।
আজ খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত দিন ছিল। আদালতে খালেদার পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।
দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারক নিয়োগের বৈধতার ও অভিযোগ গঠনের বৈধতা বিষয়ে হাইকোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে ১ সেপ্টেম্বর শুনানি থাকায় সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়।