‘নির্বাচনে না যাওয়ার মাশুল দিতে দেশে আইএস প্রতিষ্ঠা করা হচ্ছে’
একটি মহল জাতীয় নির্বাচনে না গিয়ে যে ভুল করেছে তার মাশুল দিতে দেশে আইএস বা জঙ্গি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
মঙ্গলবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে যুবসমাজকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে এ কথা বলেন তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে যারা না গিয়ে ভুল করেছে, যারা বিভিন্ন সহিংসতা করে নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, তারাই আজ সরকারের চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করছে।
তিনি বলেন, আমাদের যুবকদের ভুল বুঝিয়ে জঙ্গিবাদের দিকে ডেকে নিচ্ছে। তাই আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে।
বাংলাদেশ জঙ্গিবাদের স্থান নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের যুব সমাজকে কেউ জঙ্গিবাদে দিকে নিতে পারবে না। কারণ আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আন্দোলন করে রক্ত দিয়ে ভাষা পেয়েছি। আমরা বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করছি। তাই ৯ জঙ্গির অস্ত্র দেখে যুবকরা ভয় পাবে না। আমরা এ জঙ্গিবাদ মোকাবিলা করবোই।
ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার বলেন, ইসলামে কোনো জঙ্গিবাদের স্থান নেই। পবিত্র কোরআন জঙ্গিবাদকে স্থান দেয়নি।
যুবকদের সচেতন করতে যুব কমিউনিটি রেডিও স্থাপন করা হবে বলেও জানান বীরেন শিকদার। তিনি বলেন, প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করা হবে। ইতোমধ্যে ১৩১ মিনি স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
এসআই/এনএফ/পিআর