সেলিম আল-দীনের জীবনাদর্শকে স্মরণীয় করে রাখা প্রয়োজন
সেলিম আলদীনের স্মরণসভায় বক্তারা বলেছেন, সেলিম আল-দীনের জীবনাদর্শকে স্মরণীয় করে রাখতে সরকারি উদ্যোগ প্রয়োজন। সরকারি অনুদানের মাধ্যমে তার জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ, পাঠাগারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
বুধবার বিকেল ৩টায় রাজধানীর বীর উত্তম সি.আর দত্ত সড়কে অবস্থিত সেলিম আল-দীন স্মৃতি পরিষদে বক্তারা এ কথা বলেন।
সংগঠনটির সভাপতি ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড. কামরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন মেহেদী, ফরিদ মাঝি, অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন প্রমুখ।