অবরোধের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল
চলমান অবরোধ ও আগামীকালের হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ও সকাল সাড়ে ৮টায় তিন নেতার মাজারের সামনে তারা এই কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদারের নেতৃত্বে শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় একটি প্রাইভেটকারে আগুন লাগিয়ে দেয় ছাত্রদল নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটায় তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সালাউদ্দিন সুমন, মিজানুর রহমান বাপ্পু, সুব্রত দাস, ইকবাল হোসেন শ্যামল, মুজাহিদ, আক্তার হোসেন, রনি প্রধান, মারুফ এলাহি রনি, জিসান, হাসান, শফিক, শামসুল, অনিক প্রমূখ।
অপরদিকে সকাল সাড়ে ৮টায় তিন নেতার মাজারে সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে টিএসসিতে আসার চেষ্টা করলে পথে পুলিশ বাধা দেয়। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক আশফাক ফারুকী হীরা, মানবাধিকার-বিষয়ক সম্পাদক আবদুল আজিজ রুমী, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পাদক ইয়াজুর রাজু, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ, ছাত্রদল নেতা ইউসুফ, লিংকন, বাবু, মাসুদ, আবদুল্লাহ আল মাসুদ, নয়ন, স্মৃতি বেগম প্রমুখ।
-এমএম/বিএ