নির্বাচনের ব্যবস্থা না করলে যুদ্ধের দামামা : রিজভী


প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৬ জুলাই ২০১৪

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে অবিলম্বেই ‘যুদ্ধের দামামা’ বেজে উঠবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ হুঁশিয়ারি দেন।

 

রিজভী বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে সরকারের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছি, যাতে তারা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে। যদি তা না করে, তাহলে দেশে একদলীয় শাসন আরও ভয়াবহ রূপ লাভ করবে এবং মানুষ তা মেনে নেবে না। যুদ্ধের দামামা বেজে উঠবে।

 

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনে না আসায় বিএনপি পিছিয়ে পড়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে‑ ৫ জানুয়ারির নির্বাচনে গেলে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে বিএনপিকে পরাজিত করা হতো এবং বলা হতো নির্বাচনে বিএনপি হেরে গেছে।

 

নির্বাচন কমিশন আওয়ামী লীগের জন্য ‘ছাতার’ মতো কাজ করেছে- এমন অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের ভোট চুরি, সন্ত্রাস ছাতার মতো আড়াল করে রেখেছে নির্বাচন কমিশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।