নাশকতার পরিকল্পনা থাকলে সমাবেশের অনুমতি নয় : কামরুল


প্রকাশিত: ১১:০৬ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

নাশকতার পরিকল্পনা থাকলে কাউকেই সমাবেশের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, শান্তিপূর্ণ সভা-সমাবেশ কিংবা মিছিল মিটিং করার অধিকার প্রত্যেকটি রাজনৈতিক দলের আছে। এ অধিকার সংবিধান সিদ্ধ। তবে সমাবেশের নামে কেউ নাশকতার পরিকল্পনা করলে তা অবশ্যই করতে দেয়া হবে না।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত অবরোধ কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি গণতন্ত্র রক্ষার নামে সন্ত্রাসবাদকে উস্কে দিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা সন্ত্রাসবাদকে মদদ দেয় তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না।

এসময় বিএনপিকে ভুল স্বীকার এবং নাশকতার পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসার আহবান জানান তিনি।

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আওয়ামী লীগের সহ সম্পাদক এম এ করিম সভায় বক্তব্য রাখেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।