তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৮:১৮ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় অ্যাডভোকেট তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন মঙ্গলবার এ আদেশ দেন।

মামলাটির বাদী ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি। তিনি জানান, গত ৩০ নভেম্বর লন্ডনে এক বক্তৃতায় বাংলাদেশের সংবিধান, দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করেন ড. তুহিন মালিক।

তিনি জানান, তুহিন মালিক সংবিধানকে ‘বঙ্গবন্ধু ও তার পরিবারের গানা-বাজানা’ বলার মতো ঔদ্ধত্য দেখিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন, ‘কিসের সংবিধান কিসের কি? সব ভেসে যাবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।