বিএনপি জামায়াত ছাড়বে কিনা সে জন্য অপেক্ষা করতে হবে : আজম


প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৬ জুলাই ২০১৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম বলেছেন, বিএনপি জামায়াত ছাড়বে কিনা সেটা স্পষ্ট করার সময় এখনো হয়নি। এ জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, জামায়াত জঙ্গি সেটা প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্য কেউ হলেও তাকে শাস্তি দিতে হবে। কিন্তু জামায়াত জঙ্গি সেটা এখনো প্রমাণিত হয়নি।

মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের "রাজনীতিতে ঐক্য ও বাস্তবতা" শীর্ষক টক শোর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জামায়াত জঙ্গি হলে তাদেরকে চিহ্নিত করে সিদ্ধান্ত নেন। এক সময় দাড়ি টুপি হলে জঙ্গি বলা হতো। চোখ বুজে জঙ্গি না বলে যে সত্যিকারের জঙ্গি তাদেরকে চিহ্নিত করতে হবে।

আহমদ আজম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি জাতীয় ঐক্য অনুভব করছে। কিন্তু সরকার তা প্রত্যাক্ষ্যান করেছে। তিনি বলেন, জামায়াতের বিষয় এখনো চিন্তা করছি না। তবে জাতীয় ঐক্যে জামায়াত বাধা হলে আলোচনা করবো। সে জন্য অপেক্ষা করতে হবে।

মীর কাসেম আলী জামায়াতের যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য অর্থ খরচ করে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখন সেই নেতার ফাঁসির প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ নেতার জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আইনি লড়াই করছেন কেন বিষয়টি নিয়ে ওই টকশোতে আরেক আলোচক তীব্র সমালোচনা করেন।

এমন সমালোচনার জবাবে আহমদ আজম বলেন, তিনি (মাহবুব হোসেন) আইনজীবী হিসেবে জামায়াতকে সহযোগিতা করছেন। বিএনপির সঙ্গে এটার কোনো সম্পৃক্ততা নেই। এটা একান্তই মাহবুব সাহেবের পেশাগত বিষয়।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।